Latest Post

Tuesday, April 30, 2013

আজ আমার মন ভালো নেই

আজ আমার মন ভালো নেই
বসছে না মন কিছুতেই
খোলা জানালায় দাঁড়িয়ে
সুদূর আকাশ থেকে কিছু রঙ এনে দাও না
আজ আমার মন ভালো নেই
ভালো নেই ভালো নেই
নদী মরে যায় শুকোলেই
এমন তো কোনো কথা নেই
আবার শ্রাবণ এসে ভরে দিয়ে যায়
তৃষিত নদীর বুক
তেমন শ্রাবণ হয়ে তুমি আজ ভরে যাও না
আজ আমার মন ভালো নেই
আলো নেভে দিন ফুরোলেই
এমন তো কোনো কথা নেই
জোনাকি প্রদীপ হয়ে জ্বেলে দিয়ে যায়
তিমির রাতের মুখ
তেমন প্রদীপ হয়ে তুমি আজ জ্বলে যাও না
আজ আমার মন ভালো নেই
ভালো নেই ভালো নেই
Read more ...

Monday, April 29, 2013

একটি রাসায়নিক প্রেমপত্র ও তার জবাব

একটি রাসায়নিক প্রেমপত্র ও তার জবাব
"প্রিয়তমা,
পত্রের প্রথমে রইল এক বোতল
ইথাইলএলকোহলের মিষ্টি ঘ্রানবিশিষ্ট শুভেচ্ছা । আশা করিভাল আছো । আমি কেমন
আছি ? তোমার দেয়া লঘু হাইড্রোক্লোরিক এসিডের জ্বালাময় ক্ষত নিয়ে এখনও বেঁচেআছি । প্রিয়তমা, তোমার প্রতি আমার
ভালবাসা নিউটনের তৃতীয় সূত্র এরমতই চিরসত্য ।
তোমার প্রতি আমার
ভালবাসা স্প্রীং নিক্তি দিয়ে পরিমাপ করা সম্ভব নয় ।
আমি তোমাকে আমার ভালবাসার ইলেকট্রন দান করে হৃদয়ের অস্টক পূর্ণ করতে চেয়েছিলাম
কিন্তু তুমি সে ইলেকট্রন গ্রহণ
না করে নিস্ক্রিয় গ্যাসের মত আচরণ করলে।
প্রিয়তমা, তুমি যখন আমার সামনে আসতে তখন
আমার নিজেকে হিলিয়াম গ্যাসের মতহালকা মনে হত, দ্রুত উঠানামা করত হৃদয়ের ব্যারোমিটার ।
তোমার মুখ ভার দেখলে আমার
নাইট্রাস অক্সাইডের কথা মনে পড়েযেত ।
কিন্তু তুমি আমার ভালবাসার মূল্যদিলেনা ।
আরতোমার পরিবার সক্রিয়তা সিরিজে তোমার সাথে আমার অবস্থান দেখালো ।
পরিশেষে একটা কথা তোমাকে বলি, আমিও ইউরেনিয়ামের মত ভালবাসা বিকিরণ
করতে করতে নতুন করে আবার অন্য আমিহিসেবে ফিরে আসব । তখন তুমি আমার শক্তির ধারে কাছেও আসতে পারবেনা ।
ভাল থেকো ।
ইতি,
তোমার ফেনল ।
                                ** চিঠির জবাব ............



হে ফেনল,
তোমার বিহনে দিনগুলো আমার
কাছে পচা ডিমের গন্ধওয়ালা হাইড্রোজেন সালফাইডের মতো অসহ্য। আমার চোখে যেন কেউ
ক্লোরোপিকরিন মেখে দিয়েছে, আর পিপেট থেকে ফোঁটা ফোঁটা ডিসটিলড ওয়াটার পড়ার মতো আমার চোখ থেকেঝরছে অশ্রুধারা।
তোমাকে পেয়ে আমার
জীবনটা হয়েছিলো অ্যামোনিয়াম ক্লোরাইডের মতো উদ্বায়ী,
পানিতে পড়ে যাওয়া সোডিয়ামের মতো দুরন্ত আর টার্নবুল ব্লু কিংবা রিনম্যানস গ্রীনের মতো বর্ণীল। কিন্তু আমার বাবাকে আমি অতিঘন নাইট্রিক এসিডের মতো ভয় পাই। বাবা বলেছেনজীবনটা অনেক কঠিন, এটা পারদের মতো তরল নয়।
জীবনটা জারণ-
বিজারণ বিক্রিয়ার মতো সহজও নয়।তোমার মতো বেকারকে বিয়ে করলে আমার জীবন নাকি বিক্রিয়া শেষের অধঃক্ষেপের
মতোপরিত্যক্ত হয়ে তলায় পড়ে থাকবে।
তাইতো পলির বর্জন নীতি অনুসারে আমি তোমায় বর্জন করেছি।
তবে হাল ছেড়োনা - মাদাম
কুরি কিংবা অঁরি বেকরেলরা যেমন তাদের গবেষণায় হাল ছাড়েননি।
একটা চাকরি জোটাও,
নিজেকে স্বর্ণকিংবা প্লাটিনামের
মতো নোবল মেটালে পরিণত কর।
তারপর নিশ্চয়ই পর্যায় সারণীতে তোমার অবস্থান উন্নত হবে। তখন আমার ইস্পাত-হৃদয় বাবার হৃদয়ের গলনাংকও অনেক কমে আসবে। সেদিন পরিবারের সম্মতিতে আমরা দুজনে মিলিত হব, যেভাবে মিলিত হয়সোডিয়াম আর ক্লোরিন।
সেদিনের অপেক্ষায় রইলাম।
ইতি,
তোমার প্রেমিকা মিস টলুইন
Read more ...

প্রেম কি.

প্রেম কি..........???

প্রেম কি দুঃখ পাওয়ার অপর নাম ?
প্রেম কি ব্যথায় ভরা বেদনা বিধুর এক আসমান ?
প্রেম কি শোকাতুরে হৃদয়ের আকুতি ?
প্রেম কি বেদনায় কাটানো কোন এক রাত্রী ?
প্রেম কি অথৈই সাগরের উত্তাল ঢেউ ?
প্রেম কি হৃদয় - হৃদয় দোটানা যুদ্ধের যোদ্ধা কেউ ?

প্রেম কি শরৎতের কষ্টের নায়ক দেবদাস ?
প্রেম কি রবীঠাকুরের সেই চন্ডীদাস ?
প্রেম কি বৃষ্টি ভেজা রোদেলা দুপুরের মরিচিকা ?
প্রেম কি বিষে জর্জরিত ভরা ফাগুনের কান্না ?
প্রেম কি প্রভাতে শিশিরের আনমনে জমে থাকা ?
প্রেম কি জয়নুলের তুলিতে ছবি মনীহার আঁকা ?

যদি তাই হতো গাছে গাছে ফুলেরা ফুটতো না ,
জোস্নারা আর জোস্না হয়ে জ্বলত না ।
পাখির কন্ঠে ঐ মায়াবী গান উঠত না ,
আর ঝরনারা - ঝরনা হয়ে ঝিরি ঝিরি ঝড়তো না।
Read more ...

Sunday, April 21, 2013



আসুন জেনে নি________ব্লগ কি এবং ব্লগিং কেন করে
১ম পর্ব(নাজিম উদ্দিন)

ব্লগ হলো একটি ডাইরীর অনুরূপডাইরীতে যেমন আমরা আমাদের মনের ভাব লিখে রাখি,
অনলাইন বা ওয়েবে এটি লেখার নামই হলো ব্লগআপনার ব্যক্তিগত ডাইরীতে আপনি বিভিন্ন বিষয় নিয়ে লেখেন ঠিক তেমনি আপনি ব্লগিংও বিভিন্ন বিষয়ের উপর করতে পারেনব্লগ যেকোন ভাষায় হতে পারেএকজন ব্যক্তি ডাইরীতে যেমন বাঁধাহীন ভাবে লেখেন তিনি তার ব্লগেও বাঁধাহীন ভাবে লিখতে পারেন
ব্লগ কেন ব্যবহার করা হয়?

আমরা আমাদের ব্যক্তিগত ডাইরীতে যা কিছু লিখি তা শুধু আমদের বন্ধু-বান্ধব, আত্মীয় , পরিবার পরিজন এবং আশেপাশের কতিপয় মানুষের কাছে পৌঁছেআর আপনি যদি ব্লগ লিখেন তবে তা সারা বিশ্বের মানুষের কাছে পোঁছবেব্লগিং করার মাধ্যমে আপনি আপনার শখ, কার্যকলাপ, কবিতা, গান, বাড়ি, পরিবার, তথ্য প্রযুক্তি, আপনার ব্যক্তিগত চিন্তা চেতনা ইত্যাদি সারা বিশ্বের সামনে তুলে ধরতে পারবেন এবং সে সর্ম্পকে আপনার মতামত প্রতাশ করতে পারবেনআমি মনেকরি বিশ্ববাসীর কাছে নিজেকে, নিজের দেশ সংস্কৃতিকে উপস্থাপন করার অন্যতম উপায় হলো ব্লগিংএছাড়া নিজস্ব পণ্য দ্রব্ সামগ্রীর বৈশিষ্ট্য তুলে ধরতে ব্লগিং করা অপরিহার্য                                                                                          

ব্লগ করতে কি টাকা লাগে?

ব্লগিং করা সম্পূর্ন ফ্রিকিছু অলাভজনক প্রতিষ্ঠান রয়েছে যারা বিনামূল্যে ব্লগ তৈরি করার সুযোগ দিয়ে থাকেব্লগ করতে আপনাকে কোন টাকা ব্যয় করতে হবে না বরং আপনি আপনার ব্লগ থেকে টাকা উপার্জন করতে পারবেনএখন মনে প্রশ্ন আসতে পারে যে, ব্লগ করলে কে এবং কেন আমাকে টাকা দেবে ? অনেক প্রতিষ্ঠিত কোম্পানি যেমন, মাইক্রোসফট, ইন্টেল, আইবিএম ইত্যাদি এসব কোম্পানি বিভিন্ন Ads Network এর মাধ্যমে ওয়েবসাইট বা ব্লগে বিজ্ঞাপন দিয়ে থাকেআপনি যদি কোন Ads Network এর পাবলিশার হয়ে থাকেন তবে তারা আপনার ব্লগে বিজ্ঞাপন দিবে আপনার ব্লগের ভিজিটররা যদি সেই বিজ্ঞাপনে ক্লিক করে তাহলে একটি নির্দিষ্ট পরিমান অর্থ পাবেন
Read more ...

Contact Form

Name

Email *

Message *

Designed By - Nazim Mon | Mob:01820256327